Subscribe:

Ads 468x60px

ফেইসবুক লাইক

কিছুক্ষণ আগের পোষ্ট

Related Posts Plugin for WordPress, Blogger...

আমি আছি ফেইসবুকে

Sunday, December 18, 2011

আল কুরআন মোবাইল সফটওয়্যার

আমাদের অনিচ্ছায় তবু এভাবে প্রতিদিনই আমাদের অনেক সময় হেলায় কেটে যায়। আমরা চাইলেই কিন্তু এই সময়গুলোকে মূল্যবান সময়ে পরিণত করতে পারি। পরিণত করতে পারি এমন সময়ে, যেগুলো একদিন আমাদের গর্বের কারণ হতে পারে।

হ্যাঁ। আমরা কুরআন পড়ে, গুরুত্বপূর্ণ ইসলামী বই পড়ে সময়গুলো পার করতে পারি। এতে একই সাথে ক্লান্তি দূর হবে, বোরিংনেস দূর হবে, আবার এ সময়টুকুতে সওয়াবও অর্জন হবে।

কিন্তু সমস্যা হলো, আমাদের সাথে সব সময় আল কুরআন বহন করা সম্ভব হয় না। বই-পত্র সাথে নিয়ে সবসময় ঘোরা যায় না। কাজেই মোবাইলে যদি আমরা আল কুরআন ও প্রয়োজনীয় ই-বুক রেখে দিই, অবসরে সেগুলো আমাদের অনেক কাজে আসতে পারে।

আজ আমরা জাভা সাপোর্টেড মোবাইলের জন্য একটি কুরআন সফটওয়্যারের লিংক দিব, যা ব্যবহারে খুব সহজ, পড়তে খুব সুবিধাজনক এবং সম্পূর্ণ ফ্রী।

[ছবি: capturety.jpg]



ডাঊনলোড করুন


এরপর মোবাইলে তা ইন্সটল করে নিন। সফটওয়্যারটি খুব সহজ বিধায় অল্পতেই এর সকল অপশন স্পষ্ট হয়ে উঠবে।

0 comments:

Post a Comment

স্বাগতম -- দ্যা মোবাইল ব্লগে আপনার পদচারণাগুলো শুভ হোক
 
Blogger Templates