Subscribe:

Ads 468x60px

ফেইসবুক লাইক

কিছুক্ষণ আগের পোষ্ট

Related Posts Plugin for WordPress, Blogger...

আমি আছি ফেইসবুকে

Thursday, December 22, 2011

মোবাইলের ব্যাটারি; চার্জ থাকবে ফাটাফাটি


ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার আজাইরা ১০টা পদ্ধতি দিলাম। আজাইরা হলেও অনেকটা কাজের কিন্তু। প্রয়োগ করে দেখুন ;)

ভালো লাগলেও লাগতে পারে।

আজাইরা পদ্ধতি ১) অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না। প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন, এতে করে যেমন চার্জ বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবেনা।

২) কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন, প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই উত্তম ।

৩) ডিসপ্লের আলো কমিয়ে রাখুন, যতটুকু আলো হলে আপনি মোবাইল এর কাজ করতে পারবেন, ঠিক ততোটুকু আলো রেখে বাকিটা কমিয়ে রাখুন।

৪) পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহার করুন।

৫) কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে টা বন্ধ করে রাখুন।

৬) গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তু এতে করে ব্যাটারির আয়ুস্কাল কমে যায়। তাই এদিকে লক্ষ্য রাখা উচিত ।

৮) অহেতুক কারনে মোবাইল টেপাটিপি করা বর্জন করুন।

৯) সপ্তাহে অন্তত একদিন, ব্যাটারি পুরা খালি করে চার্জ দিন। এটা করে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে।

১০) মনে রাখবেন মোবাইল চার্জ না থাকার আর এক কারন হতে পারে, ফোনে অতিরিক্ত কথা বলা :P যত টুকু সম্ভব প্রয়োজনীয় কথা বলে; ফোনের সদব্যবহার করুন।

১১) মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টি বন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবে মোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্য প্রচুর চার্জ ব্যবহ্রত হয় ।

আমার দশটা আজাইরা টিপস দেয়ার কথা ছিল; আমি কিন্তু দশটাই দিয়েছি :)
আপনি বেশী দেখলে নেটওয়ার্ক প্রবলেম অথবা আপনার ব্যাটারির প্রবলেম :D

2 comments:

Unknown said...

ভাই আপনার বেটারির সমসা ভাই এগার টা দেখাচ্ছে

Unknown said...

Nice

Post a Comment

স্বাগতম -- দ্যা মোবাইল ব্লগে আপনার পদচারণাগুলো শুভ হোক
 
Blogger Templates